Lorem ipsum dolor sit amet, consecte adipi.
Suspendisse ultrices hendrerit a vitae vel a sodales. Ac lectus vel risus suscipit sit amet hendrerit a venenatis.
মিন্টু ভাই
সফটওয়্যার ইঞ্জিনিয়ার
মিন্টু ভাইর জীবন অনেক কঠিন। অফিসে বস এর প্যারা, ফোনে গার্লফ্রেন্ড এর প্যারা, বাসায় বড় ভাই এর প্যারা। জীবন অর্থহীন। তাই তিনি মরিয়া হয়ে জীবনের সোর্স কোড খুঁজছেন। একবার পেলে সব ঠিক করে ফেলবেন।
সত্যি কি জীবনের সোর্স কোড আছে ? সেটা কি মিন্টু ভাই কোনোদিন খুঁজে পাবেন? নাকি শুধু এই প্যারা নিয়েই জীবন চালাতে হবে? এই সব প্রশ্ন নিয়েই মিন্টু ভাইর জীবন কাহিনী।
CEO সাহেব
মিন্টু ভাইর জীবন যার জন্য প্রায়ই অন্ধকার হয়ে যায়।
CEO সাহেব নিজেকে সকল বিষয়ে বিজ্ঞ মনে করেন। এলোন মাস্ক ওনার হিরো এবং ওনি প্রায়ই দুঃখ করেন যে বিচ্ছিরি কিছু লোকের কারণে উনি নিজে এলোন মাস্ক হতে পারলেন না।
সেই বিচ্ছিরি লোকের লিস্টিটাতে মিন্টু ভাইও আছেন।
CTO ভাই
বয়স অনেক হলেও বুড়া বললে mind করেন তাই একটু careful থাকতে হয় ওনার সামনে। অন্য তেমন কোনো প্যারা problem নাই অবশ্য। গিট্টু ওনার খুব প্রিয় জিনিস। যখন উনি কাছেধারে থাকেননা তখন মিন্টু ভাই ও ওনার বন্ধুরা ওনাকে গিট্টু ভাই বলে ডাকেন।
পরান পাখি মিন্টু ভাইর বন্ধু
মিন্টু ভাই এনার সাথে সুখ দুঃখের কথা বলেন মাঝে মাঝে। পরান পাখি অনেক জ্ঞানী তাই তিনিও মিন্টু ভাইকে বিভিন্ন পরামর্শ দেন।
তবে পরান পাখিও জানেননা জীবনের সোর্স কোড কোথায়।
চিংকি আপা
মিন্টু ভাইর জীবনে আতংক
ভয়ানক একজন QA তিনি। কোনো একটা bug উনি মিস করেননা। আর bug পেলেই একটা মিষ্টি হাসি দেন যেটা মিন্টু ভাইর কাছে বাংলা সিনেমার villain এর অট্টহাসি মনে হয়।
আরেক বিপদ হলো CEO ভাই আপাকে খুবই পছন্দ করেন, সব কিছুতে উনি আপার সাইড নেন। মিন্টু ভাই sure যে CEO ভাইর চিংকি আপার জন্য হালকা বুকে ব্যাথা আছে, কিন্তু কিছুই তো বলা যায় না। মিন্টু ভাইর জীবনে চারদিকে বিপদ আর বিপদ।
অ্যাডমিন ভাই
একটু মোটা হলেও super enthu, এত্ত enthu যে মিন্টু ভাই একটু ভয়ই পান ওনাকে। একটু manage করে চলতে হয়, অ্যাডমিন তো after all, প্যাচ এ ফেলে দিতে পারে খুব সহজেই।